মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

‘চারদিকে শুধু লাশ আর লাশ’

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ২৫৮ বার

আন্তর্জাতিক ডেস্ক::
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
স্থানীয় সময় দুপুর পৌঁনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে লেন পেনেহা নামে এক প্রত্যক্ষদর্শী ফরাসি বার্তা সংস্থা এপিকে বলেন, আমি দেখলাম কালো কাপড় পরিহিত একজন ব্যক্তি মসজিদের ভেতর প্রবেশ করল। এর পরই অনবরত গুলির শব্দ। মসজিদের ভেতরের সবাই তখন পালাতে লাগল।
পেনেহা ওই মসজিদটির পাশের বাড়িতেই বাস করতেন। তিনি বলেন, বন্দুকধারী এ সময় মসজিদের বাইরে বের হয়ে আসেন এবং পালিয়ে যান।
পেনেহা বলেন, ঘটনার কিছুক্ষণ পর আমি মসজিদের ভেতরে আহতদের সাহায্য করার জন্য গিয়েছিলাম।
আমি গিয়ে দেখলাম, চারদিকে শুধু লাশ আর লাশ। মসজিদে ঢোকার প্রধান রাস্তায়, প্রধান দরজায় এবং মসজিদের ভেতরে শুধু লাশ পড়ে আছে।
তিনি বলেন, এটি অবিশ্বাস্য উন্মত্ততা। আমি ভাবতেও পারি না; একজন মানুষ কিভাবে কারও সঙ্গে এ ধরনের কাজ করতে পারে। এটি পুরো অসহনীয়।
তিনি বলেন, আমি প্রায় পাঁচজনকে উদ্ধার করে বাড়ি যাওয়ার জন্য সাহায্য করেছি। এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
তিনি বলেন, আমি এখানে প্রায় পাঁচ বছর বাস করছি। এখানকার মানুষ খুবই ভালো ও বন্ধুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি না কীভাবে এটি ঘটল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ