বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৫টিতে আ.লীগ, ৩টিতে বিদ্রোহী, স্বতন্ত্র ১টি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৮২৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক :: পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জে ৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯ উপজেলায় আ.লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্রের ব্যানারে বিএনপি প্রার্থীসহ ২৮ জন চেয়ারম্যান প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫টি উপজেলায় আ.লীগ, ৩টি উপজেলায় আ.লীগ বিদ্রোহী ও ১টি উপজেলায় স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিষ কান্তি দে মিন্টু (ঘোড়া প্রতীক)।

বিশ্বম্ভরপুর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফর আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশীদ।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ফারুক আহমদ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বি।

তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করুনা সিন্ধু বাবুল জয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী আনিসুল হক।

ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো. ফজলুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল।

দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ডা. মো. আব্দুর রহিম। আ.লীগ বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু ছিলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি।

দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল আলম চৌধুরী। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রদীপ রায়।

শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট অবনী মোহন দাস পেয়েছেন।

ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হোসেন রোখন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম আহমদ মুরাদ।

এছাড়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় এ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ