অনিমেশ দাস,সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদে হল রুমে এ কর্মশালার সমাপনী অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে কর্মশালা সমাপনী বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুখময় পাল। এতে বিভিন্ন রপশাজীবি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সর্ম্পকে আলোচনা করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা জহিরুল হক তালুকদার, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. আব্দুল মন্নান তালুকদার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালী উল্লাহ সরকার, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, সহ সভাপতি মাধবী পাল চৌধুরী, নারী নেত্রী আয়শা সিদ্দিকা, রিপা, জ্যোসনা, মনোয়ারা, সাজিনা, পলি, কমলা, সমাজ সেবক নিশেন্দু কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার রায়, সমাজ সেবক আব্দুর রকিব, আব্দুল হক, সুনামগঞ্জ জেলার দি হাঙ্গার প্রজেক্ট এর প্রতিনিধি কুদরত পাশা, গণমাধ্যমকর্মী অঞ্জন পুরকায়স্থ, মো. শাহীন আলম, বাপ্পী বর্মন প্রমূখ।