স্পোর্টস ডেস্ক::
জহুরুল ইসলাম অমির সেঞ্চুরিতে জয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু আবাহনীর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা বিকেএসপিকে ৬০ রানে পরাজিত করে। ম্যাচে পার্থক্য গড়ে দেনআবাহনীর উইকেটকিপার ব্যাটসম্যান জহুরুল। তার অপরাজিত ১২১ রানে ভর করে ৬০ রানের জয় পায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী।
শুক্রবার মিরপুর শেরেবাংলায়টস হেরে প্রথমে ব্যাটিং করে আবাহনী। আগে ব্যাটিংয়ে নেমে জহুরুলের সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে২১৬রান সংগ্রহ করেন আবহানী। দলের হয়ে ১৪৭ বলে ১৩টি চার ও এক ছক্কায় সর্বোচ্চ১২১ রান করেন জহুরুল। এছাড়া ৫৫ রান করেন জাতীয় দলের অলরাউন্ডার সাইফদ্দিন।
প্রথমবার ঢাকা লিগে খেলতে নামা বিকেএসপি টার্গেট তাড়া করতে নেমে ১৫৬ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক আব্দুল কাইয়ুম। এছাড়া৩৭ রান করেন ওপেনার রাতুল খান।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৫০ ওভারে ২১৬/৯ (জহুরুল ১২১*, মোসাদ্দেক হোসেন ১৩, মোহাম্মদ সাইফউদ্দিন ৫৫;আবু নাসের ৩/৪৯, হাসান মুরাদ ২/৫৪)।
বিকেএসপি: ৪০.৫ ওভারে ১৫৬/১০(রাতুল খান ৩৭, শামিম ১৮, আবদুল কাইয়ুম ৩৮*, সুমন খান ১০, আবু নাসের ১২; নাজমুল অপু ৩/৩০, সানজামুল ২/৪১)।
ফল : আবাহনী ৬০ রানে জয়ী।
ম্যানসেরা: জহুরুল ইসলাম (আবাহনী)।