স্টাফ রিপোর্টার:: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশঙ্কার রয়েছে- এই কারণে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ কারণে আগামী ১০ মার্চ জামালগঞ্জে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। বিধিভাঙ্গা সংসদ সদস্যরা নির্বাচনী এলাকা না ছাড়ায় জামালগঞ্জসহ দেশের তিনটি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আল আজাতের পক্ষে প্রকাশ্যে সভা সমাবেশে ভোট প্রার্থনার অভিযোগ ছিল। দুই এমপি আচরণবিধি ভঙ্গ করেছেন এই মর্মে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেলিনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম শামীম। তবে নির্বাচন স্থগিত করায় শামীম ও তার সমর্থকরা হতাশ হয়েছে বলে জানা গেছে।
জামালগঞ্জ নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার।