স্টাফ রিপোর্টার:: জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখারী বাজার এলাকায় কৃষ্ণতলার মোড়ে দিরাই মদনপুর সড়কে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে । নিহত মোটর সাইকেল আরোহী নাম সুমন মিয়া (২২)। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের শফিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের শফিক মিয়ার ছেলে সুমন মিয়া দিরাই পয়েন্ট থেকে মোটর সাইকেলে পেট্রোল ভরে নিয়ে যাওয়ার সময় নোয়াখালী বাজার এলাকার কৃষ্ণতলা সংলগ্ন মোড়ে দিরাই মদনপুরগামী আঞ্চলিক সড়কে সিলেটগামী একটি বেপরোয়া দ্রুতগামী ট্রাক(সিলেট-ট-১১-০৪১৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সুমন মিয়া(২২) নিহত হন।
তাৎক্ষণিক খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই অভিজিৎ সিংহ ও এসআই জগৎজ্যোতি চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক আটক করেন এবং এসআই জগৎজ্যোতি চৌধুরী লাশের সুরতহাল প্রস্তুত করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘাতক ট্রাকের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান।
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখারী বাজার এলাকায় কৃষ্ণতলার মোড়ে দিরাই মদনপুর সড়কে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে । নিহত মোটর সাইকেল আরোহী নাম সুমন মিয়া (২২)। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের শফিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের শফিক মিয়ার ছেলে সুমন মিয়া দিরাই পয়েন্ট থেকে মোটর সাইকেলে পেট্রোল ভরে নিয়ে যাওয়ার সময় নোয়াখালী বাজার এলাকার কৃষ্ণতলা সংলগ্ন মোড়ে দিরাই মদনপুরগামী আঞ্চলিক সড়কে সিলেটগামী একটি বেপরোয়া দ্রুতগামী ট্রাক(সিলেট-ট-১১-০৪১৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সুমন মিয়া(২২) নিহত হন।
তাৎক্ষণিক খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই অভিজিৎ সিংহ ও এসআই জগৎজ্যোতি চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক আটক করেন এবং এসআই জগৎজ্যোতি চৌধুরী লাশের সুরতহাল প্রস্তুত করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘাতক ট্রাকের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান।