নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে শিমুলবাঁক ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে বিজিএফ চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১হাজর ৯৫৯ জন কৃষককে জনপ্রতি ৩০ কেজি চাল এবং নগদ ৫শ টাকা করে বিতরণ করা হয়।তারই ধারাবাহিকতায় আজ শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১,২,৩, ৪, ৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড এর ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে চাউল বিতরণ করেন শিমুলবাঁক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুুর রহমান জিতু। এ সময় আর উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মিতালি তালুকদার,পিসিএসসি এফআইভিডিবি’র সমাজকর্মী হিল্লোল পুরকায়স্হ,এলসিবিসিই,ইউনিয়ন কো-অর্ডিনেটর হোসেন আহমদ,১নং ওয়ার্ড সদস্য মোজাহিদ আহমদ,২ং ওয়ার্ড সদস্য সৈয়দুর রহমান,৩নং ওয়ার্ড সদস্য লাল মিয়া,৪নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান,৫নং ওয়ার্ড সদস্য মকবুল হোসেন,৬নং ওয়ার্ড সদস্য আরজান আলী,৭নং ওয়ার্ড সদস্য নুরুল আমিন,৮নং ওয়ার্ড সদস্য হায়াতুল ইসলাম,৯নং ওয়ার্ড সদস্য আহমদ আলী,আরও উপস্থিত ছিলেন মহিলা সদস্য সুলতানা বেগম,ইউপি তথ্য সেবক আব্দুল মমিন,সুমন তালুকদার,রিপা আক্তার প্রমুখ।