এন.এ নাহিদ-:: আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। হাওরের উঠানখ্যাত এ উপজেলা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে মাঠে -ঘাটে জমে উঠেছে নির্বাচনী উৎসব, মাঠে নেই বিএনপি তবুও প্রতিদ্বন্দ্বীতা তুঙ্গে আছে, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা দৌড়ঝাপ করছেন। নির্বাচনী প্রতিক বরাদ্দের পর পরই ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
হাট বাজারসহ বিভিন্ন স্হানে চলছে সভা-সমাবেশ ও উঠান বৈঠক।
ঘরে বসে নেই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। চেয়ারম্যানের পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।২০ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পরপরই প্রচারনায় নেমে পড়েছিলেন প্রার্থীরা। চেয়ারম্যানের পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থাকলেও এ উপজেলায় হাড্ডাহাড্ডি লড়াই রয়েছেন স্বতন্ত্র একক প্রার্থী। এছাড়াও অপর প্রার্থীদের সমর্থকেরা ও নিজেদের প্রার্থীদের প্রচারণা করছেন। মাইকে বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে গানও বাজানো হচ্ছে।
সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে-যারা এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে চান তারা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে -উপজেলা পরিষদের চেয়ারম্যানপদে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাজী আবুল কালাম (নৌকা প্রতীক), বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ( আনারস প্রতীক)। ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক নূর হোসেন (মাইক মার্কা), সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আতাউর রহমান (তালা মার্কা), সিতাংশু শেখর ধর (উড়োজাহাজ মার্কা), কামাল পারভেজ সাজন (টিয়াপাখি মার্কা) মোশাররফ হোসেন জাকির (চশমা মার্কা), মোঃ শহীদুল ইসলাম রিপন (বৈদ্যুতিক বাল্ব মার্কা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা চেয়ারম্যান রুবিনা আক্তার (কলস মার্কা), দোলন রানী তালুকদার (পদ্মফুল মার্কা),
এডভোকেট মোছাঃ হেলেনা আক্তার (বৈদ্যুতিক পাখা মার্কা), রফিকা মহির (ফুটবল মার্কা)।