রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

দোয়ারায় টাকা না দেয়ায় ড্রেজার কর্মিকে মারধরের ঘটনায় দোয়ারা থানায় অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৪০০ বার

এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলায় ড্রেজার কর্মীকে মারধরের ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়ের কারা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল সংলগ্ন সুরমা নদীতে সরকারী ড্রেজারে নদী খননের কাজ করছিল এসময় ড্রেজারে গিয়ে টাকা দাবী করে সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত.আব্দু রজাকের পুত্র রুসমত আলী। টাকা নাদিলে হত্যা করবে বলে হুমকি দিয়ে আসে রুসমত আলী, এসময় ড্রেজারের কর্মী মো.সোহেল আহমদ তাকে জিজ্ঞাস করেন কিসের টাকা দিতে হবে একথার পর পরি তাকে বেদরক মারপিটে রক্তাক্ত জখম করে ড্রেজার থেকে ছলে আসে। এর পর ড্রেজার কর্মী সবাই মিলে আহত সোহেল মিয়াকে উদ্ধার করে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সেসে ভর্তি করেন। ড্রেজারের উপ সহকারী প্রকৌশলী সওকতুজ্জামান বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এব্যপারে জানতে চাইলে ড্রেজারের উপ-সহকারী প্রকৌশলী সওকতুজ্জামান বলেন, সোমবার দুপুরে আমরা সবাই ড্রেজারে খনন কাজে বেস্ত ছিলাম এসময় রুসমত আলী নামের এক যুবক এসে টাকা দাবী করে । সে বলে এখানে ড্রেজিং করতে হলে আমাকে টাকা দিতে হবে, না হয় তোমাদের মেরে ফেলব। এর পর আমাদের একজন কর্মী তাকে জিজ্ঞাসা করলে সে আমাদের কর্মীকে মারধর করে চলে যায়।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ