মো.নাইম তালুকদার, নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। ভোটের উৎসব চলছে এখন দক্ষিণ সুনামগঞ্জের সব জায়গায়। বৃদ্ধ থেকে নারী-পুরুষ সবাই এখন নির্বাচনমুখী। প্রার্থীদের দম ফেলার ফুসরত নাই। কর্মীরাও বাড়ি বাড়ি যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভোটাদের মুখে মুখে এবারও শুনা যাচ্ছে নৌকার জয়ধনীর কথা।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলার বিএনপির থেকে সদ্য বহিস্কৃত প্রার্থী সাবেক উপজেলার চেয়ারম্যান ফারুক আহমেদ অল্প পরিসরে নির্বাচনী প্রচারণা চালালেও তার নেতাকর্মীদের গ্রামে তেমন কর্মকান্ড নাই বললেই চলে।
তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান উপজেলার চেয়াম্যান ও সদর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালামের নৌকার পক্ষে উজ্জ্ববিত হয়ে কাজ করছেন নেতাকর্মীরা। রাগ-অভিমান ভুলে এক হয়ে নৌকায় বিজয়ী করতে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন সব নেতাকর্মীরা।
শুক্রবার সরেজমিন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পল্লী অঞ্চলের প্রায় ১৮ টি গ্রাম ঘুরে দেখা গেছে, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিদিন দলে দলে ভাগ হয়ে যাচ্ছে ভোটাদের দুয়ারে দুয়ারে। বিএনপি থেকে সদ্য বহিস্কৃত প্রার্থী ফারুক আহমেদের নেতাকর্মীদের তেমন কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। এ ১৮ গ্রামের প্রায় চার শতাধিক সাধারণ ভোটারে সাথে কথা হয়। তার মধ্যে প্রায় ৯৬ জন ভোটার নৌকায় ভোট দেওয়ার কথা জানান। আর বাকি ৫২ জন ভোটার আনারস ভোট দিবেন বলে জানান।
নৌকার পক্ষে উজ্জ্ববিত হচ্ছে ভোটারেরা। গ্রামের সাধারণ ভোটার থেকে শুরু করে সবার গুণজন নৌকার জয়ধনীর কথা। বুধবার সকাল থেকে পশ্চিম বীরগাও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রায় চল্লিশজন নেতাকর্মী নিয়ে ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৈৗধূরী টপ্পা।
সুরঞ্জিত চৈৗধূরী টপ্পা বলেন, শেখ হাসিনা দেশে যে পরিমাণ উন্নয়ন করেছেন তা গ্রামগঞ্জে মা-বোনদের মধ্যে প্রচার করছি। সে উন্নয়ন ধরে রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটদের কাছে আবেদন ও প্রার্থনা করে বেড়াচ্ছি। ভাল সাড়াও পাচ্ছি। এখন প্রতিটি গ্রামে নৌকার বিজয় ধনী বেজে উঠেছে।
এবিষয়ে দক্ষিণ সুনমিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা জমির হোসেন বলেন, এ উপজেলায় নৌকা বিজয়ী সুনিশ্চিত। ভোটাদের কাছে আমরা শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌচ্ছে দিতে পেরেছি। জনগন সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিবেন বলে তারা কথা দিচ্ছে। এছাড়াও ভোটের মাঠে নেমে পড়ে নৌকার পক্ষে।
উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমান বলেন, নৌকার বিজয় মানে দেশের উন্নয়ন। এ উপজেলায় বিপুল ভোটে বিজয়ী হবেন নৌকা সেটি প্রায় নিশ্চিত। এ উপজেলার আদিবাসীদের প্রায় এক লক্ষ তেইশ হাজার ভোট। প্রায় তৃতীয়াংশ ভোটগুলো নৌকার বোনাস হিসাবে ধরা হয়ে থাকে। কারণ বিগত জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের পরিকল্পনা মন্ত্রী এম,এ মান্নান বিপুল ভোটে জয় লাভ করেছেন।