শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মো: সফি উল্লাহর সভাপতিত্বে উপজেলা পাউবো কমিটির সদস্য সচিব ও উপসহকারী প্রকৌশলী মো: ফারুক আল মামুনের পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা মো: আহসান হাবীব,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব সীমা রানী বিশ্বাস,পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো: নুরুল হক,পাউবো কমিটির সদস্য দিলীপ তালুকদার,প্রেসক্লাব সভাপতি ও পাউবো কমিটির সদস্য কাজী এম জমিরুল ইসলাম মমতাজ,এনজিও প্রতিনিধি নাজিম উদ্দিন, মৎস্যজীবি প্রতিনিধি আজম আলী,উপজেলা সমবায় অফিসের নুর হোসেন সহ প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ বলেন,হাওর রক্ষাবাঁধ পিআইসি কমিটির কাজ সঠিক সময়ের ভিতরে সম্পন্ন না করলে এবং পরিদর্শণে কাজের ত্রুটি দেখা দিলে পিআইসিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।