অনিমেশ দাস,সুনামগঞ্জ প্রতিনিধি::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশিষ্ট লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে দুর্বৃত্ত কতৃক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শনিবার ছুরিকাঘাত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের সুশীল সমাজের নেতৃবন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ। ড. মুহাম্মদ জাফর ইকবালের দ্রুত সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নেতৃবৃন্দ। পাশাপাশী এ হামলার পেছনে যে বা যারাই জড়িত থাকুক না কেন এবং কেনইবা এ হামলা করা হয়েছে তা খুঁজে বের করে সকল দুবৃক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।’
বিবৃতিদাতারা হালেন, সুনামগঞ্জ জেলা আ’লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মতিউর রহমান, সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক পৌর কলেজের অধ্যাপক শেরগুল আহমদ, শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক হাওরাঞ্জলের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার, সাংবাদিক ফরিদ মিয়া, কুলেন্দু শেখর দাস, বিন্দু তালুকদার, মাহমুদুর রহমান তারেক, সিলেট বিভাগ গণদাবী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক , জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল আজাদ রুমান, সদস্য সচিব, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটর উপ-পরিচালক যুগান্তরের তাহিরপুরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জ শাখার আহবায়ক অ্যাডভোকেট শাহ আলম তুলিপ.তাহিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংবাদিক এমএ রাজ্জাক প্রমুখ।
উল্ল্যেখ্য যে, ছয়জন পুলিশ সদস্যের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে ড. জাফর ইকবালের ওপর এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাম্পাস সুত্রে জানা যায়, শাবির হ্যান্ডবল গ্রাউন্ডের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর ইকবাল। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সঙ্গে জাফর ইকবালও উপভোগ করছিলেন। এ সময় হঠাৎ এক অজ্ঞাত যুবক জাফর ইকবালকে পেছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করে। দ্রত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপরে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিএমএসএ ভর্তি করা হয়।