পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদআহমদ, প্রাণী সম্পদ কর্মকর্তা সুকুমার দাশ, খাদ্য কর্মকর্তা রোমানা আফরোজ, একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, সহকারী মৎস্য কর্মকর্তা লিয়াকত আলী, একটি বাড়ী একটিখামার কর্মকর্তা রফিকুল ইসলাম, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম,
এসময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, যুব উন্নয়নঅফিসের সহকারী নজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মো: জাকির হোসেন, সহকারী কমিশনার ভুমি অফিসের অফিস সহকারী আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ সেলিম আহমদ, তেঘরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারীশিক্ষক ইলা রানী প্রমুখ।
উপজেলা প্রশাসনের পর পরই শহীদ মিনারে দক্ষিণ সুনামগঞ্জের আব্দুল মজিদ কলেজ, উদীচী শিল্পীগোষ্ঠী , খেলাঘর আসর, সুুুরমা যুব উন্নয়ন সংস্থা, তেঘরিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্ব-স্ব উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা,উপস্থিত বক্তৃতা,কবিতা আবৃতি, সংগীত প্রতিযোগিতা,আলোচনা সভা, উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির গীর্জা ও বিভিন্ন ধর্মীয়প্রতিষ্ঠানে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।