বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৪১ বার

স্টাফ রিপোর্টার :: অমর ২১শে ফেব্রুয়ারি আজ। ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। মাতৃভাষা জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্যসন্তানদের স্মরণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার প্রথম প্রহরের ১২ টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, পৌর মেয়র নাদের বখত, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, বেসরকারি শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
তাছাড়া আজ সকাল ৭ টা ৩০ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরি, সকাল ৮ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তে আলোচনা সভা ও সন্ধ্যায় ৬ ঘটিকায় চলচ্চিত্র প্রদর্শনী।

সূত্র; আমাদের সুনামগঞ্জ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ