স্টাফ রিপোর্টার,এন.এ নাহিদ: সুনামগঞ্জ গ্রন্থমেলা ২০১৯-এ দৈনিক সুনামগঞ্জের খবরের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ারের প্রথম কাব্যগ্রন্থ ‘সত্যের মত বেদনার বীজ’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
মেলার ৪র্থ দিন সন্ধ্যায় সুনামগঞ্জের ঐতিহ্যবাহী যাদুঘর প্রাঙ্গণে এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও প্রযুক্তি) প্রদীপ সিনহা, আরডিসি শোভন রাংসা ও শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। এসময় কবি একেএম জাকারিয়ার অর্থহীন ফুল ও মো. ইমদাদ হোসেনের ছড়ার আলো ছড়াক আলোরও মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা চম্পা রানী পালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কবি, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, একেএম জাকারিয়া, মো. ইমদাদ হোসেন, ওবায়দুল মুন্সি ও আসাদুল্লাহ্। ইয়াকুব শাহরিয়ারের কাব্যগ্রন্থটি মধ্যবিত্ত ও জসিম বুক হাউজে পাওয়া যাচ্ছে।