স্পোর্টস ডেস্ক::
ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমশই বাড়ছে। জম্মু-কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানবিরোধী প্রতিবাদে ফুঁসে উঠেছে ভারত। গোটা দেশের সঙ্গে সেই প্রতিবাদী সুরে তাল মিলিয়েছে ক্রিকেটাঙ্গনও। এ ঘটনার ছাপ পড়তে শুরু করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেট সম্পর্ককেও।
একযোগে এ ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক, বর্তমান ভারতীয় ক্রিকেটারসহ সংশ্লিষ্টরা। ক্ষোভ প্রকাশ করতে ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ‘৯২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানসহ একাধিক ক্রিকেটারের ছবি ঢেকে দিয়েছে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই)। মোহালি থেকেও সরিয়ে ফেলা হয়েছে একাধিক ক্রিকেটারের ছবি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচারের দায়িত্বে থাকা আইএমজি-রিলায়েন্সও টুর্নামেন্টটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছে।
পাশাপাশি আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটেরও দাবি উঠেছে। সর্বপ্রথম এ দাবি তোলেন সিসিআই সচিব সুরেশ বাফনা। ধীরে ধীরে সেই দাবি পোক্ত হচ্ছে। সদ্য তাতে সুরে মিলিয়েছেন সাবেক ভারতীয় অফস্পিনার হরভজন সিং। বিশিষ্টজনরাও এর পক্ষে মত দিচ্ছেন।
তবে শংকার বিষয়, ২০১৯ সালে ক্রিকেটের সর্বোচ্চ আসরে পাকিস্তানের বিপক্ষে ভারত ম্যাচ বয়কট করলে বেকায়দায় পড়তে পারে আইসিসি। কারণ ইতিমধ্যেই ম্যাচের টিভি এবং অন্যান্য বাণিজ্যিক স্বত্ব বিক্রি হয়ে গেছে। এরই মধ্যে অনলাইনে টিকিট বিক্রি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ম্যাচ না খেললে ক্ষতির মুখে পড়বে ভারত, লাভবান হবে পাকিস্তান। আইসিসির নীতি অনুযায়ী, কারও সম্মতি থাকলে যদি তাদের সঙ্গে কোনো দল স্বেচ্ছায় না খেলে তা হলে তারা পূর্ণ পয়েন্ট হারাবে। একে বলে ওয়াকওভার।
অর্থাৎ ভারত না খেললে পূর্ণ পয়েন্ট পাবে পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে ৩ পয়েন্ট বরাদ্দ। বিরাট কোহলিরা স্বেচ্ছায় না খেললে এ পয়েন্ট পাবে সরফরাজ বাহিনী। তবে সেই ম্যাচ খেলতে সম্মতি থাকতে হবে পাকিস্তানের। পাশাপাশি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার শাস্তির মুখেও পড়তে পারে টিম ইন্ডিয়া।
দিল্লি-ইসলামাবাদ সম্পর্কের তিক্ততায় দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় ক্রিকেট বন্ধ। তবে বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বহুদেশীয় টুর্নামেন্টে ইন্দো-পাক ম্যাচ দেখা যায়। দুই চিরশত্রুর মহারণ দেখার মুখিয়ে থাকেন বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমী। এবার মনে হয় তাদের আশাভঙ্গ হচ্ছে।
পুলওয়ামা কাণ্ডের পর প্রবল চাপের মুখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা তারকা ক্রিকেটারদের আসন্ন আইপিএলে খেলার অনুমতি না দেয়ার দাবিও উঠেছে। ঘরে-বাইরে চাপের মুখে আপাতত ধীরে চলো নীতিতে বিশ্বাসী বোর্ড।