মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

উপজেলা চেয়ারম্যান হতে চান একই ইউনিয়নে ৪ প্রার্থী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩২৫ বার

শহীদনুর আহমেদ: 
উপজেলা চেয়ারম্যান হতে চান সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিমপাগলা ইউনিয়নের ৪ প্রার্থী। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করতে মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল আলম নিক্কু, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ ও স্বতন্ত্রপ্রার্থী জেলা বিএনপির আরেক সহ সভাপতি আনছার উদ্দিন। ১০ মার্চ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় প্রত্যেকই ভোটারদের সাথে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভাসহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্ব স্ব প্রার্থী সমর্থক ও শোভাকাঙ্খীদের নিয়ে মাঠে সংক্রিয় রয়েছেন। নিজের পক্ষে তৈরী করছেন জন সমর্থন। এক ইউনিয়নে ৪ জন প্রার্থী হওয়ায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটাররা। ভোটাররা বলছেন এর সুবিধা নিতে পারেন অন্য ইউনিয়নের আরেক প্রার্থী বুরহান উদ্দিন দোলন। তিনি উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন থেকে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তবে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা আঞ্চলিকতা চেয়ে ব্যক্তি ও দলকে প্রাদান্য দিবেন বলে জানিয়েছেন এই প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি আনছার উদ্দিন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দল ও আঞ্চলিকতা চেয়ে ব্যক্তিকে প্রাদান্য দিবেন ভোটাররা। মানুষ পরিবর্তন চায়। আমি প্রতিদিন নির্বাচনী এলাকায় গণসংযোগ করছি। ভোটারদের কাছ থেকে যতেষ্ট সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। স্বতন্ত্র অপরপ্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ বলেন, উপজেলায় আমার রাজনৈতিক ও ব্যক্তি পরিচয় রয়েছে। বিগত সময়ে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি সব সময় তৃণমুল মানুষের সুখে দুঃখে আছি। উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিকতার চেয়ে রাজনৈতিক পরিচয় ও ব্যক্তি ইমেজকে ভোটাররা প্রাদান্য দিবেন। আওয়ামী লীগের মনোনীত আবুল কালাম বলেন, বিগত ৫ বছর আমি উপজেলা ব্যাপী সরকারে উন্নয়ন বাস্তবায়ন করেছি। আমি সব সময় সাধারণের সাথে ছিলাম। তাই জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন। প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছি । দলমত নির্বিশেষে ভোটাররা আমাকে সমর্থণ জানাচ্ছেন। আশা করছি জয় আমাদেরই হবে। আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রেজাউল আলম নিক্কুর সাথে যোগাযোগ করা হলে তাঁর মোবাইলফোন বন্ধ পাওয়া যায় ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ