বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

মহাসড়ক থেকে দ্রুত বৈদ্যুতিক খুঁটি সরানোর নির্দেশ হাইকোর্টের

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২১৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে বিপজ্জনক অবস্থায় থাকা বৈদ্যুতিক পোলসহ সব ধরনের খুঁটি ৬০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৪ফেব্রুয়ারি) রুলসহ এই আদেশ দেয়।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সরকারের পূর্ত বিভাগসহ সংশ্লিষ্টদের খুঁটি সরানোর এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকাল কর্তৃপক্ষকে এই নির্দেশ পালনে বিবাদীদের সহযোগিতা করতে বলেছে আদালত।

পরে রিটকারী আইনজীবী সায়েদুল হক সুমন গণমাধ্যমকে জানান, গত শনিবার রাতে সিলেটে যাওয়ার পথে নরসিংদীর শিবপুরে রাস্তার মধ্যে একটি খুঁটি দেখে ফেসবুকে লাইভ করেন তিনি। সেই ভিডিও দেখে অনেকেই দেশের বিভিন্ন সড়কে থাকা বিপজ্জনক খুঁটির ছবি ফেসবুকে সুমনকে পাঠান। সেসব ছবি যুক্ত করেই বুধবার হাইকোর্টে জনস্বার্থে এই রিট আবেদন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ