এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর গ্রাম থেকে ২৮ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় খুনি হেলালকে গ্রেফতার করা হয়েছে। সে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মরহুম জহুর আলীর পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে পুলিশ জানতে পারে ঘাতক হেলাল মিয়া দোয়ারা উপজেলায় অবস্থান করছে। দোয়ারা থানা পুলিশের সহযোগীতায় এসআই মিজানুর রহমান বুধবার ভোর সাড়ে ৫টায় দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর গ্রামে অভিযান চালিয়ে হেলাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন। এরপর সকাল ৯টায় গ্রেফতারকৃত হেলালকে বিশ্বনাথ থানায় নিয়ে আসা হয়। প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারী চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে স্ত্রী লুবনা বেগম (২৮) কে গলা কেটে হত্যা করে হেলাল মিয়া। হত্যার পর সে পালিয়ে যায়। তাকে গ্রেফতার করে বিভিন্ন স্থানে পুলিশের নিস্ফল অভিযান পরিচালিত হয়। অবশেষে হেলালকে গ্রেফতার করতে সম হয় পুলিশ। প্রায় ১০ বছর পূর্বে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আল-আমিন (৯) ও নাজিফা বেগম (৩) নামে তাদের দু’সন্তান রয়েছে। হত্যার তিন দিনের মাথায় লুবনার বড় ভাই বাদী হয়ে হেলাল মিয়াকে একমাত্র আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন।