মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জনের মনোনয়ন বাতিল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪২২ বার

এম এ মোতালিব ভুইয়া: দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ১২ ফেব্রুয়ারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাইয়ের সময় ভাইস চেয়ারম্যান পদে ৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। দোয়ারাবাজার উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোঃমারফত আলী,গুরুদাস দে,মোঃজিয়াউর রহমান, হারুন মিয়া,জালাল উদ্দিন আহমেদ ও নুর আলী ইমরান-এর মনোনয়ন বাতিল হয়েছে।
বৈধ হয়েছে চেয়ারম্যান পদে ৭জন,ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন।

গত ১১ ফেব্রুয়ারী দোয়ারাবাজারে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ প্রার্থী। এছাড়া ভাইস চেয়ার‌ম্যান পদে ১৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুর রহিম ছাড়াও দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা দেওয়ান আল- তানভীর আশরাফী চৌধুরী। জাতীয় পার্টি থেকে একক প্রার্থী হিসেবে আছেন রেনু মিয়া।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলগতভাবে বিএনপি অংশগ্রহণ করছে না। তবে বসে নেই দলটির নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর- রশিদ ও বিএনপির নেতা দেওয়ান আবুল হোসেন মাহবুব রাজা চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেয়া ১৩ জন হলেন- মো. আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, গুরুদাস দে, মো. সিরাজুল রহমান, নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, মো. জিয়াউর রহমান, মো. ফয়জুল হক, জাহাঙ্গীর আলম, মো. আব্দুল করিম, হারুন মিয়া, জালাল উদ্দিন আহমদ, মো. নুর আলী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান ঝর্না রানী দাস, সৈয়দা পারভিন ও সখিনা বেগম।

উল্লেখ্য, উপজেলা নির্বাচনের প্রথম দফায় দোয়ারাবাজার উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ