নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা। এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মতিউর রহমান বাদশা মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফররুখ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাহী সদস্য ও জগন্নাথপুর উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকের চেয়ারপার্সন আলতাব হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেশবপুর এডুকেশন ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ আবদুল হক জমির, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক আনহার মিয়া মুন্না, সাংবাদিক মো. মুন্না মিয়া, আলিফ উদ্দিন, আহাদ মিয়া, জিলু মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক হারেছ মিয়া, রইছ উদ্দিন, ইকবাল খান, আবদুল আলিম, পারভীন বেগম, সুলতানা বেগম, প্রাক্তন ছাত্র মাসুম আহমদ, জাবির আহমদ চৌধুরী, কাশেম আহমদ, কণ্ঠ শিল্পী সিপনসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।