রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

জগন্নাথপুরে অর্ধ কোটি টাকার সরকারি জায়গা অবৈধ দখলের দায়ে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদন্ড

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭২৬ বার

নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষেধ অমান্য করে সরকারি খালে মাটি ভরাটের দায়ে সিরাজ মিয়া নামের এক ব্যক্তিকে মঙ্গলবার বিকেলে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত আইয়ুব উল্লার ছেলে। জানাগেছে, গত কয়েক দিন ধরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর পয়েন্টের পাশে বাশঁমতিপুর মৌজায় জেল নং-৩৬ সাবেক দাগ-৩৪২ বর্তমান হাল দাগ-৪০৩, ৪০৪ ও ২০৯ দাগের জমি ও সরকারী খাল অবৈধভাবে দখল করতে সরকারি খালে মাটি ভরাটের কাজ শুরু করেন নাদামপুর গ্রামের আর্শাদ উল্লাহ উরফে আসই ও তার ছেলে যুক্তরাজ্য প্রবাসী নাসির উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তিসহ কতিপয় লোক। উক্ত নাছির উদ্দিন গংরা খালের পাশে জগন্নাথপুর গ্রামের লন্ডন প্রবাসী সাবেক কাউন্সিলর মুজাক্কির আলী গংদের জমি অবৈধভাবে দখল করার জন্য মাটি ভরাট শুরু করে। এ ব্যাপারে জমির প্রকৃত মালিক মুজাক্কির আলীর চাচাত ভাই আলী হোসেন বাদী হয়ে মঙ্গলবার জগন্নাথপুর থানায় একটি এজহার দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে থানার এসআই হাবিবুর রহমান একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ হাই জকি ঘটনাস্থলে গিয়ে অবৈধ দখলদারদের পক্ষে মাটি ভরাট কাজ করার দায়ে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। মাটি ভরাট কাজের ঠিকাদার হলেন দ-প্রাপ্ত সিরাজ মিয়া। গত সোমবার সরকারি খালে মাটি ভরাট কাজ বন্ধ করতে নিষেধ করেন স্থানীয় কলকলিয়া ইউনিয়নের তহসিলদার রুহুল আমিন । সরকারি খালের পাশে থাকা জমির প্রকৃত মালিক জগন্নাথপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে লন্ডন প্রবাসী মুজাক্কির আলী গং ও মৃত তাহির আলীর ছেলে উক্ত মাটি ভরাট কাজ বন্ধ করতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও জগন্নাথপুর থানার ওসি বরাবরে পৃথক অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি এর নেতৃত্বে ও জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান এর উপস্থিতিতে থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি অনুমতি ছাড়া সরকারি খালে মাটি ভরাটের দায়ে ২ শ্রমিককে আটক ও মাটি কাটার ট্যাক্টর মেশিনসহ সরঞ্জাম জব্ধ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষেধ অমান্য করে সরকারি খালে মাটি ভরাটের দায়ে মাটি কাটার ঠিকাদার সিরাজ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি। সেই সাথে মাটি কাটার ট্যাক্টর মেশিনসহ সরঞ্জাম জব্ধ করা হয়। উক্ত মেশিন সরঞ্জাম ছাড়িয়ে নিতে হলে জমি ও খালে ভরাট করা মাটি সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, নিষেধ অমান্য করে সরকারি খাল দখলের জন্য মাটি ভরাটের দায়ে জড়িত ব্যক্তিকে সাজা দেয়া হয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, অবৈধ ভাবে মাটি ভরাটের দায়ে সিরাজ মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাদি আলী হোসেনের মামলার প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ