স্টাফ রিপোর্টার :: পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, ৭১ সালে আওয়ামীলীগের নেতৃত্বে দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, অনুরূপভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, বর্তমান সরকার গ্রাম কে শহরে পরিণত করতে শহরের সকল নাগরিক সুবিধা গ্রামে পৌঁছে দিতে চায়। এজন্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ চলছে। যাতায়াত চিকিৎসা সেবাসহ সকল নাগরিক সুবিধা গ্রামের মানুষ শহরের মানুষের মতো পাবে। এজন্য তিনি গ্রামের মানুষ কে শহরের মানুষের মতো শিক্ষিত হওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শহরের মতো গ্রামেও স্কুল, কলেজ সহ শিক্ষার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় রসুলগঞ্জ বাজারে তাঁকে দেওয়া সংবর্ধনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী জমশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলী এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, সহসভাপতি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজুল হক, যুক্তরাজ্য প্রবাসি খছরুজ্জামান খছরু,ইউপি সদস্য খালেদুর রহমান খালেদ,ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, যুগ্ম আহবায়ক আনা মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ার ইমন, সাধারণ সম্পাদক এন আই রোকন প্রমুখ।