মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

অচিরেই মেডিকেল কলেজের কাজ শুরু হবে: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ২৯৩ বার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জে অচিরেই মেডিকেল কলেজের কাজ শুরু হবে এবং নেত্রকোণা -মোহনগঞ্জ হয়ে ধর্মপাশা, তাহিরপুর হয়ে সুনামগঞ্জে রেল লাইন আসবে। পাশা পাশি মোহনগঞ্জ হয়ে সুনামগঞ্জ রাস্তা ওভার ব্রীজ হবে আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অংঙ্গীকার। শুক্রবার সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি এমপি এম এ মান্নান, মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়।

তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজিত বিশাল গণ সংবর্ধনা ও বিজয় সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাহিরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি সুনামগঞ্জ -১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি সুনামগঞ্জ- ৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু তালুকদার, সিভিল সার্জন অশি তোষ, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। সংবর্ধিত ৩ বারের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতি করে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে আওয়ামীলীগ কাজ করে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমি জনগণের ভালবাসা নিয়ে ৩ বারের এমপি মনোনীত হয়েছি। এই সংবর্ধনা জনগণের, এ সংবর্ধনা আওয়ামীলীগের, লাল সবুজের পতাকার সৈনিকদের। আমি জনগণের আমানত রক্ষা করার জন্য চেষ্টা করি। আসুন সবাই মিলে আওয়ামীলীগের দলীয় পতাকা তলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ