স্টাফ রিপোর্টার :: দক্ষিণ সুনামগঞ্জে জাগ্রত তরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের পূর্বের মাঠে ফাইনাল ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাগ্রত তরুণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আদনান হোসেনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম। পরিকল্পনা মন্ত্রী এম এ
মান্নানের পক্ষে বক্তব্য রাখেন মন্ত্রীর একান্ত রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যার রফিক খাঁন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুর মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল করিম, প্রচার সম্পাদক আকিক মিয়া,পূর্ব পাগলা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন,পূর্ব পাগলা ইউপি যুবলীগের আহবায়ক আনছার আহমদ রনি,যুগ্ন আহবায়ক অমিত হাসান রায়েছ।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াডুম্বুর গ্রামের সমাজ সেবক আছকর মিয়া, বাদশা মিয়া, আলী হোসেন, খোকন মিয়া, মছব্বির মিয়া, আব্দুল করিম, আপিল মিয়া, আঙ্গুর মিয়া প্রমুখ।
উক্ত টুর্নামেন্ট বিজয়ী হয় সূর্য্যসেনা স্প্রোটিং ক্লাব গনিপুর ও রানার্স আপ হয় মিতালী স্প্রোটিং ক্লাব ছাতারখই। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।