মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

সংরক্ষিত নারী আসন : তথ্য দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে চিঠি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ১৯৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
সংরক্ষিত নারী আসনের তথ্য জানাতে সংসদে প্রতিনিধিত্ব রাজনৈতিক দল ও স্বতন্ত্র এমপিদের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদে সংরক্ষিত আসনের বিষয়ে দলগুলো জোটগতভাবে না রাজনৈতিক দল হিসেবে প্রার্থী দেবে তা জানাতে বলা হয়েছে। ৩০ জানুয়ারির মধ্যে ইসিকে এ তথ্য জানাতে হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত চিঠিগুলো রাজনৈতিক দলের সাধারণ সম্পাদন ও মহাসচিব বরাবর পাঠানো হয়। আর স্বতন্ত্র এমপিদের নিজ নামে চিঠিগুলো পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের পর ২১ কার্যদিবসের মধ্যে ইসিকে জানাতে হবে। আর ইসি ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনের এমপিদের তালিকা প্রস্তুত করবে।
এর আগে সোমবার সচিব হেলালুদ্দীন আহমদ প্রেস বিফ্রিং এ বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ওইদিন জানা যাবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের সময়।
জানা যায়, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দল বা জোট সংরক্ষিত আসন বরাদ্দ পাবে। ৫০টি আসনের মধ্যে সংসদের সরাসরি নির্বাচনে প্রাপ্ত আসন অনুপাতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে।
তবে দল ও জোটগুলো সমঝোতার মাধ্যমে আসন সংখ্যা কমবেশি করতে পারবে। এমপিরা এই নির্বাচনে ভোটার। এসব আসনে ভোটের বিধান থাকলেও এদেশে এখনও কোনো ভোট হয়নি। কারণ দল বা জোটগুলো আনুপাতিকভাবেই তাদের প্রার্থী দিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ