বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ২১১ বার

এম এ মোতালিব ভুইয়াঃ দোয়ারাবাজারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

১৫ই জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় ডাঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক রেজাউল কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,মেডিকেল অফিসার আসাদুল হক, আজিজুর রহমান, জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম,পরিবার পরিকল্পনা এটিও প্রো নুরুল ইসলাম, একলাসুর রহমান, অনিতা পাল, লাভলী,সিনিয়র ষ্টাপনার্স পুষ্প রানী, নিউনী পালমা,আয়শা আক্তার, ভিক্টুরিয়া, তাবিদা প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ এখন সমৃদ্ধির পথে। মানুষের গড় আয় বেড়েছে অনেক। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে দেশ আজ সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েছে। তাই সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলার লক্ষে স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মীকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আগামী ১৯ জানুয়ারি থেকে সারা দেশের ন্যায় দোয়ারাবাজারেও শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

যাতে কোনো শিশু এই ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে সকলকে নজর রাখার আহ্বান জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ