শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

ফেসবুক আসক্তি মাদকাসক্তির সমান, বলছে গবেষণা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯
  • ৪৮১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
সম্প্রতি এক গবেষণায় ভয়াবহ একটি তথ্য উঠে এসেছে। তথ্যটি হলো, যারা অতিরিক্ত মাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন বিশেষ করে যাদের ফেসবুক আসক্তি আছে তাদের সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের আচরণগত মিল খুঁজে পেয়েছেন গবেষকরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে ওই গবেষণা নিবন্ধের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের জার্নাল অফ বিহেভিয়ার অ্যাডিকশনসে।
গবেষকরা তাদের নমুনা হিসেবে নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে ‘গ্যাম্বলিং এক্সপেরিমেন্ট’ চালান। এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা খুঁজে পেয়েছেন, যারা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়মিত ব্যবহার করেন তাদের আচরণের সঙ্গে কোকেইন ও হিরোইনের মতো মাদকে যাদের আসক্তি আছে উভয়ের আচরণের মধ্যে সাদৃশ্য রয়েছে।
গবেষণা নিবন্ধটির প্রধান লেখক ও যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ডার মেশি বলেন, ‘বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। এসব মানুষের অনেকেই এটার সঙ্গে খাপ খাওয়াতে পারেন না। তারা মাত্রাতিরিক্ত ভাবে এটার ওপর আসক্ত হয়ে পড়েন। যার কারণেই এসব সমস্যার সম্মূখীন হতে হয় তাদের।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি আমাদের এই গবেষণার মাধ্যমে যারা সামাজিক মাধ্যম ব্যবহারে মাত্রাতিরিক্ত আসক্তি আছে তারা এবার এ বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।’
জার্নাল অব বিহেভিয়ার অ্যাডিকসশনসে প্রকাশিত ওই গবেষণা নিবন্ধে দেখা যায়, ঝুকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, মাদকাসক্তির সাধারণ প্রবণতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি এই তিনটি বিষয়ের মধ্যে একটা সরল আচরণগত সাদৃশ্য আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ