দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
সুনামগঞ্জ কলেজের সাবেক দুই ভিপি এবার উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রতিক নিয়ে নির্বাচনে লড়তে চান। একজন হলেন এডভোকেট মনিষ কান্তি দে সদর উপজেলা থেকে অপরজন এডভোকেট বুরহান উদ্দিন দোলন দক্ষিণ সুনামগঞ্জ থেকে। তারা দু’জন পেশায় আইনজীবী। দাপুটে ছাত্রনেতা হিসেবে আজও আছে তাদের ডাকনাম। ইতিমধ্যে তারা প্রার্থীতা ঘোষণা করে ভোটের মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নৌকার মনোনয়ন পেতে রাখছেন হাইকমান্ডের সাথে যোগাযোগ। এক সময়ের সাবেক তুখোড় এই দুই ভিপিকে নিয়ে চলছে সরব আলোচনা। মনিষ কান্তি দে মিন্টু ’৯০ দশকে সুনামগঞ্জ জেলা জুড়ে ছাত্রনেতা হিসেবে ছিল ব্যাপক জনপ্রিয়তা। ১৯৯৩ সালে তিনি সুনামগঞ্জ সরকারি কলেজে ভিপি পদে বিপুল ভোটে নির্বাচিত হন। পরে তিনি দীর্ঘদিন জেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে নিজেকে জনগণের সেবায় নিবেদিত করতে ২০০৪ সালে পৌরসভার ৫নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৫ সালে পুনরায় তিনি এই ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়ে আলোচনায় চলে আসেন। টানা দুইবারের এই কাউন্সিলর ২০১৪ সালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দেওয়ান জয়নুল জাকেরিনের সাথে নির্বাচন করে হেরে যান। হেরে গেলেও ভোটের মাঠের সাথে তার রয়েছে যোগাযোগ। এবার তিনি নৌকার মনোনয়ন নিয়ে সদর উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান। তিনি এ প্রতিবেদককে বলেন, সুনামগঞ্জ শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে। গ্রামে গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়তে চাই। সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষিত সমাজ গড়া ছাড়া উপায় নেই। এটি সবদিক থেকে উন্নয়ন ঘটায়। এবং প্রধানমন্ত্রীর অঙ্গিকার গ্রামকে শহরে পরিণত করতে সব ধরণের পদক্ষেপ গ্রহন করব।
বুরহান উদ্দিন দোলন ৯০’ দশকে সুনামগঞ্জ সরকারি কলেজের ভিপি ছিলেন । ছাত্র সমাজের কাছে ভিপি দোলন নামেই পরিচিত ছিলেন তিনি। একজন সফল ছাত্রনেতা হিসেবে তার অবদান আজও উদাহরণ হয়ে আছে শিক্ষার্থীদের মাঝে। পরে তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সরল মনের এ মানুষটি ছাত্ররাজনীতির কাঠখড় পুড়িয়ে গণমানুষের সাথে জড়িয়ে পড়েন। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে টানা দুইবার উপজেলা চেয়ারম্যান পদে লড়েছেন। সম্মানজনক ভোট পেয়ে হেরে গেলেও উপজেলা জুড়ে তাকে ঘিরে রয়েছে আকুতি। তিনি এবার নৌকার প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন। এবং উপজেলার সকল ইউনিয়নের সাথে রাখছেন যোগাযোগ। এ প্রতিবেদকে তিনি বলেন, দীর্ঘদিন ভোটের মাঠের রাজনীতিতে ত্যাগ স্বীকার করে উপজেলার উন্নয়নের ভূমিকা রাখছি। এবং দলীয় প্রতিটি কর্মসুচীতে নিয়মিত অংশগ্রহন অব্যাহত রেখেছি। পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানের হাত ধরে এগিয়ে যাওয়া উপজেলাকে নান্দনিক করতে সবধরনের ভূমিকা রাখব। আমরা চাই না গ্রাম অবহেলিত থাকুক। প্রতিটি গ্রাম প্রতিটি শহরে পরিণত করতে ভূমিকা রাখব। জননেত্রী শেখ হাসিনা নৌকা উপহার দিলে আমি বিজয় উপহার দিব ইনশাল্লাহ।
সূত্র: সুনামগঞ্জের সময়