মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

মানুষের কল্যাণমুখী পরিকল্পনা করবো: এমএ মান্নান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ৪৩৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: মানুষের কল্যাণমুখী পরিকল্পনা নেওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন ধরে রাখতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেছেন পরিকল্পনামন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেতে যাওয়া এমএ মান্নান।

বিদায়ী মন্ত্রিপরিষদের এ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের অগ্রগতি ধরে রাখবো। আমাদের বিদায়ী পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যেভাবে এই মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে গেছেন, সেটা ধরে রাখবো; চ্যালেঞ্জ নিয়ে আরও অগ্রগতি আনবো।

রোববার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এমএ মান্নান অঙ্গীকার নিয়ে এ কথা বলেন। এর আগে বিকেলে সোমবার (০৭ জানুয়ারি) বঙ্গভবনে মন্ত্রিসভায় শপথের জন্য পরিকল্পনামন্ত্রী হিসেবে ডাক পান তিনি।

নতুন দায়িত্ব পেতে যাওয়া পরিকল্পনামন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ উন্নয়নের পক্ষে বিশাল রায় দিয়েছেন। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো। আমি আমলা ছিলাম, আমার কাজই সবার নির্দেশ পালন করা। সংবিধানের আলোকে উপর থেকে যে সব নির্দেশ আছে, আমি সবকিছু মেনে চলবো। আমাদের নেতা প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রাখবো।

তিনি বলেন, আমাদের ক্ষমতার মূল উৎস দেশের মানুষ। মানুষের কল্যাণমুখী পরিকল্পনা করবো। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এমন নতুন নতুন প্রকল্পও হাতে নেবেন বলে জানান এমএ মান্নান।

এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেতে যাওয়া আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বিভাগের সচিব সুরেন্দ্র নাথ চক্রবর্তী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ