মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

সিলেট-১ : ৫নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৩৩৩ বার

সংবাদ বিজ্ঞপ্তি :: সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. একে আবদুল মোমেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। সদ্য নির্বাচিত এ সংসদ সদস্যের সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) বাদ আছর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জুনু মিয়ার বাসভবনে ৫নং ওয়ার্ডের সবকয়টি সেন্টার কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জুনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী কুতুব উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোঃ জুবের খান, সহ-সভাপতি আলহাজ্ব এম.এ মুগনী খোকা, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য রিমাদ রুবেল, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ফজলুল হক, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইফতেখার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক সাকারিয়া হোসেন সাকির, মহানগর শ্রমিকলীগ নেতা ফরিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিশু আহমদ, শাহীনুর রহমান প্রমুখ।

উক্ত সভায় ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল ভোট কেন্দ্রের আহ্বায়ক ও সদস্য সচিব তাদের নিজ দায়িত্বে সংগ্রহ করে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের দায়িত্বরত ব্যক্তির নিকট ৫টি ভোট কেন্দ্রের ফলাফল জমা দেন। গত ৩১ ডিসেম্বর সোস্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদের বড় ভাই সুলেমান আহমদের ফেইসবুক আইডিতে ৫নং ওয়ার্ডের ৫টি ভোট কেন্দ্রের পিজাইডিং অফিসারের স্বাক্ষরবিহীন তাদের মনগড়া তৈরি ফলাফল প্রকাশ করেন। তা দেখে আমরা ৫নং ওয়ার্ডে ৫টি কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটি রেজওয়ান আহমদের তৈরি করা এইসব মনগড়া ফলাফল সোস্যাল মিডিয়া প্রকাশ করা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ভবিষ্যতে যাতে এই ধরনের মনগড়া কোন কার্যকলাপ না করার জন্য ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে আহবান জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ