বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের প্রথম এমপি মাশরাফি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ২৫১ বার

স্পোর্টস ডেস্ক:: পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পরেও আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকছেন মাশরাফি বিন মর্তুজা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো বিরল এই নজীর রাখার দ্বারপ্রান্তে আছেন মাশরাফি। একজন পার্লামেন্ট সদস্য হয়ে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া মাশরাফিকে নিয়ে যথেষ্ট গর্বিত নাজমুল হাসান পাপন। রোমাঞ্চিত বিসিবি প্রধান বলেছেন,

 ‘এটি তো একটি সাংঘাতিক ব্যাপার। আমার মনে হয় ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো এটি হতে যাচ্ছে। আমার এটি জানা নেই বা কখনো শুনি নি যে একজন পার্লামেন্ট সদস্য ক্রিকেট খেলছে মাঠে এবং অধিনায়কত্ব করছে। সুতরাং এটি পুরোপুরি নতুন হবে এবং আমি অনেক রোমাঞ্চিত এটি নিয়ে।’

রাজনীতিতে যোগ দিলেও ক্রিকেটকে এখনও মনে প্রাণে লালন করেন মাশরাফি। এর প্রমাণ নির্বাচনের দিনও রেখেছিলেন তিনি। বিপিএলকে সামনে রেখে অনুশীলন করার জন্য নির্বাচনের মাঠে দেরিতে গিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। এই প্রসঙ্গে পাপনের ভাষ্য,

‘ওর মনের মধ্যে যে সারাক্ষণ ক্রিকেটই আছে এতে কোনও সন্দেহ নেই। কারণ ও একদম ওখান থেকে সরাসরি অনুশীলনে চলে গিয়েছে। বিপিএল শুরু হতে যাচ্ছে। সুতরাং নিজের খেলার প্রতি সম্পূর্ণ সিরিয়াস আসে, একটুকুও পরিবর্তন হয়নি। এর বড় প্রমাণ হচ্ছে, যখন আমরা নির্বাচনের মাঠে চলে গিয়েছি এবং এলাকায় কাজ করছি তখন কিন্তু সে খেলছিলো এবং খেলার মধ্যে ছিলো। ও অনেক দেরি করে গিয়েছে। এটাই প্রমাণ করে যে এখনও খেলাটিই তাঁর কাছে বেশি প্রাধান্য পায়।’

রাজনীতিতে আসার পেছনে মাশরাফির মূল উদ্দেশ্যই হলো নিজ এলাকার মানুষের জন্য কাজ করা। দেশ এবং দশের জন্য নিজেকে উজাড় করে দেয়ার লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যাচ্ছেন সদ্য এমপি হওয়া ম্যাশ। বিসিবি সভাপতি বলেছেন,

‘আমার মনে হয় এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। কারণ একটি জিনিস মনে রাখবেন যে মাশরাফি রাজনীতিতে এসেছে এবং সে অনেক বেশি সিরিয়াস। ওর কিন্তু রাজনীতি করার পেছনে ঐ কি হবো এটার চিন্তা নেই। একটাই চিন্তা ওর মাথায়, সেটি হলো এলাকার কাজ। এলাকার মানুষের জন্য ও কিছু করতে চায়। ও এগুলো নিয়ে অনেক বেশি আগ্রহী। এলাকায় কাজ করতে চায়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ