দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে জয় লাভ করেছেন সজ্জন রাজনীতিবিদ খ্যাত অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। নৌকার জোয়ারে পাত্তাই পায়নি ধানের শীষ। তুলনামূলক তার আসনে ভোটের দিন রাজনৈতিক সংঘাতের ঘটনাও কম ঘটেছে। শেখ হাসিনার আস্থাভাজন এই নেতা বিজয়ী হওয়ার পরই তার সমর্থকরা ও জেলার সচেতন মানুষজন তাকে পূর্ণমন্ত্রী রূপে দেখতে চাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন আড্ডায়ও তারা এই মত ব্যক্ত করেছেন।
এমএ মান্নান মন্ত্রিসভায় থাকছেনই এই কথাও জোর দিয়ে বলছেন তার সমর্থকরা। তবে পূর্ণমন্ত্রী হলে এমএ মান্নান হাওরের জেলাকে উন্নয়নে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন তারা। নির্বাচনের আগে বিভিন্ন সমাবেশে তিনি তার যেসব পরিকল্পনার কথা জেলাবাসীকে জানিয়েছেন তা পূরণ করতে পারলে জেলার আর্থসামাজিক উন্নয়ন মাইলফলক ছুঁয়ে যাবে বলে মনে করেন জেলাবাসী। তাই তাকে পূর্ণমন্ত্রী হিসেবেই চান তারা।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুরসহ জেলাবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমেকে বলেন, এবার আমার পরিকল্পনা পূরণ করতে চাই। হাওরকে জাতীয় উন্নয়নে যুক্ত করতে চাই। জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাকে অতীতে স্নেহ করেছেন এবারও তার স্নেহ পাব আশা করি।