রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ যথাসময়ে শেষ করার দাবিতে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও সংগঠনের স্মারকলিপি প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪১২ বার

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরের বোরো ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ কাজ যথাসময়ে শেষ করাসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করে যথা সময়ে বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ করাসহ ৬ দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শেষ করার বিষয়টি নিশ্চিত করণ,নলুয়ার হাওরের জলাবদ্ধতা সংকট নিরসনে নলজুর, কুশিয়ারা, কামারখালী নদী খনন,ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প এলাকায় সাইনবোর্ড সাঁটানো,মই হাওর ও পিংলার হাওরে স্লুইসগেইট নির্মাণ, আলখানা, বেতাউকা, আমআমি, ভুরাখালি স্লুইসগেট সংস্কার, বাউধরন পশ্চিম অংশ থেকে সালদিকা পর্যন্ত পুর্বনির্ধারিত বেড়িবাঁধ নির্মাণ নিশ্চিত করণ। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন, সিদ্দিকুর রহমান, সদস্য সচিব অমিত দেব, সদস্য লুৎফুর রহমান, নুরুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কমিটির সদস্য আব্দুল জব্বার,আলী আহমদ, মুজিবুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজের ধীরগতি সময়মতো বাঁধ নির্মাণ কাজ শেষ করা নিয়ে আমাদেরকে শঙ্কিত করে তুলেছে। আমরা কৃষকদের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ করাসহ ছয়দফা দাবি তুলে ধরেছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন,সময়মতো বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ করতে আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। যেসব পিআইসি কাজে গাফিলাতি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় দাবিসমুহ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ