সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

তাহিরপুরে এসডিসি- সমষ্টি প্রকল্পের কমিউনিটি পর্যায়ে দম্পতিদের কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪০৭ বার

তাহিরপুর প্রতিনিধি::আইডিয়া-এসডিসি-সমষ্টি প্রকল্পের উদ্যোগে,কেয়ার বাংলাদেশ-এর সহযোগিতায় এবং এসডিসি-এর অর্থায়নে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রপুর ইউনিয়নের শ্রীপুর পশ্চিম পাড়ায় দম্পতিদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় আইডিয়া-এসডিসি-সমষ্টি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মশালায় প্রকল্পের আওতাভূক্ত বিভিন্ন কমিউনিটি থেকে ২০ জোড়া দম্পতি অংশগ্রহণ করে। নারী ও পুরুষের কাজের ধরণ,শ্রমের পার্থক্য,নারীর কাজে সহযোগীতা করার জন্য পুরুষের আত্ম উবলদ্ধি তৈরি করা ও নারীর অতিরিক্ত কাজের চাপ কমিয়ে আনার বিষয় সচেতনতা তৈরির উদ্দেশ্যকে সামনে রেখে দম্পতিদের কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটির প্রথম অংশে দৈনন্দিন সময়ের ব্যবহারের ক্ষেত্রে নারী পুরুষকে আলাদাভাবে তাদের প্রতিদিনের কাজ চিহ্নিত করা হয়। যেখানে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত একজন নারী ও একজন পুরুষের কাজকে সময়ের ফ্রেমে সাজানো হয়। পাশাপাশি
নারী-পুরুষ প্রতিদিন কাজের ফাঁকে কতটুকু সময় বিশ্রাম গ্রহণ করে তা চিহ্নিতকরণের ভিত্তিতে অংশগ্রহণকারী নারী ও পুরুষের কাজের পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করা হয়। অনুশীলনের মাধ্যমে নারীরা অর্থনৈতিক কাজে
নিয়োজিত হবার ফলে কিভাবে অতিরিক্ত কাজের চাপ বহনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ হচ্ছে তা তার স্বামীদের অনুধাবন করানো এবং তাদের স্ত্রীদের বাড়ির কাজে সহায়তা করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ও গৃহস্থলী কাজের মধ্যে ভারসাম্য আনায়নে দিক নির্দেশনা প্রদান করা হয়। কর্মশালার দ্বিতীয় পর্যায়ে নারী-পুরুষের পারিবারিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি অনুশীলন করানো হয়। এ অনুশীলনের মাধ্যমে পারিবারিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারী-পুরুষের অসমতাগুলো উত্থাপিত হয়। পাশাপাশি নারীরা স্বাচ্ছন্দে পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে কিভাবে ভূমিকা রাখতে পারে তা সনাক্ত করা হয়। অনুশীলনটির মাধ্যমে দেখা যায় কিছু কাজে নারী একা সিদ্ধান্ত গ্রহণ করে তাবে এ সিদ্ধান্তগুলো সাধারণত ছোট। অন্যদিকে পুরুষ এক যে সিদ্ধান্তগুলো গ্রহণ করে তার গুরুত্ব অনেক এবং বড় ধরণের, নারী-পুরুষ যৌথভাবে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে নারীর ভূমিকা থাকে অনেকাংশে গৌন। দুটি অনুশীলন শেষে দুইজোড়া আদর্শ যুগলকে সকলের সামনে আনা হয় এবং তাদের কাছ থেকে আদর্শযুগল কিভাবে একে অপরকে গৃহস্থলীর কাজে সহায়তা করে এবং বিভিন্ন কাজে সিদ্ধান্ত গ্রহণে পরস্পরকে সহায়তা করে তা আলোচিত হয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন,আইডিয়া সমষ্টি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আমিনুর রহমান,কেয়ার বাংলাদেশের জামাল উদ্দিন,সমষ্টি প্রকল্প তাহিরপুর ফিল্ড অফিসের মাঠ সহায়ক বিদেশ রঞ্জন চৌধুরী,শ্যামলেন্দু দে,এলএসপি শাহআলম ও এসসিএ রাইফা আক্তার প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ