বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

শেখ রাসেলকে হারিয়ে স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ২৭৩ বার

স্পোর্টস ডেস্ক::
স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জিতল বসুন্ধরা কিংস।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতাকাপের ফাইনালে মুখোমুখি হয় শেখ রাসেলও বসুন্ধরা কিংস। এদিন খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে উভয় দল।
খেলার ১৭ মিনিটেই মার্কোস ভিনিসিয়াস দ্য কস্তা সুয়ারেস দা সিলভার একক প্রচেষ্টায় লং কিক থেকে পাওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। প্রথমার্ধেশেষ মুহূর্তে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েলের গোলে (১-১) সমতায় ফেরেশেখ রাসেল।
খেলার অতিরিক্ত সময়ে শেখ রাসেলের ডি-বক্সে থাকা তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে আড়াআড়ি শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড মতিন মিয়া। তার গোলে২-১ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস।
প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপজয়ী শেখ রাসেলকে হারিয়ে শিরোপা জিতল নবাগত দল বসুন্ধরা কিংস। ২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ শিরোপা জেতে শেখ রাসেল। ওই বছর সুপার কাপে রানার্সআপ হয় তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ