সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

ভর্তিযুদ্ধ ভর্তিবানিজ্য- অসীম সরকার।।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩০ বার

আপনার সন্তান বড় হয়েছে। স্কুলে ভর্তি করানোর সময় হয়েছে। ভাবছেন কোথায় ভর্তি করাবেন। শুরু করেন কোচিং এ দোড়ঝাপ। গাইড বইয়ের পিছে ছুটাছুটি।

জানি আপনার বাচ্চাকে কিন্ডারগার্টেনেই ভর্তি করাতে চান। কারন আপনি চান না যে,আপনার ছেলে বস্তির ছেলেমেয়েদের সাথে পড়ুক। আপনি এও চাইবেন না যে, আপনার সন্তানের পিঠে এক বস্তা বই ঝুলিয়ে দেয়া হউক। যখন তার খেলার কথা তখন তার পিঠে একগাদা বই দেয়া অযৌক্তিক।

যে স্কুলে খেলার মাঠ নেই সেটা স্কুলের অনুমোদন পাওয়ার যোগ্য নয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ্য শিক্ষক নিয়োগ পাচ্ছেন। ট্রেনিং প্রাপ্ত শিক্ষক আছেন। তাহলে কেন আপনি যারা শিক্ষা নিয়ে বানিজ্য করে তাদের স্কুলে ভর্তি করাবেন। দেয়ালে আবদ্ধ রাখবেন না আপনার সন্তানকে। শিশুকে প্লে,নার্সারিতেই এত চাপ দেয়া উচিত নয়। তারা খেলতে খেলত শিখুক, গাইতে গাইতে শিখুক, নাচতে নাচতে শিখুক। আপনাদের কাছে অনুরোধ ১০ কেজির একটা বাচ্চার পিঠে ১৫ কেজির ব্যাগ তুলে দিবেন না। আপনার সন্তান সিদ্ধান্তও আপনার। ইংলিশ শিখুক বাধা দিচ্ছি না তবে বাংলা ভাষা রক্ষায় যারা জীবন দিলেন তাদের সম্মানে আপনার ছেলে প্রথম বাংলামাধ্যমে পড়ুক। সরকারের একটু নজর দেয়া উচিত যারা অযথা কিছু গাইড বই বাচ্চাদের পড়তে বাধ্য করে। কিছু অভিভাবকও বাচ্চাদের নিয়ে উঠে পড়ে লাগেন। এটা করা কতটুকু যৌক্তিক!

আপনার সন্তান মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠুক, বাঙালি হিসেবে গর্ব করুক। তার মা মাটি মানুষকে ভালোবাসুক।

অসীম সরকার, কবি,লেখক ও লোকসংগীত অনুসারী ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ