দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন,আওয়ামীলীগ বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্টিত করেছে। দেশ থেকে সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গীবাদীদের সন্ত্রাসী কর্মকান্ড নির্মুল করতে সফল হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নেতৃত্বে এসব ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় অপরজোটে বিজয়ী হলে দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার উত্থানতৈরী হবে।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় দক্ষিন সুনামগঞ্জের হিজলবাড়ীতে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলার হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। দক্ষিন সুনামগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ দে রানা এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু রঞ্জন ধর সিতু,পূজা উদযাপন পরিষদ সভাপতি দিলীপ কুমার দে,সাধারন সম্পাদক জ্যোতিভুষন তালুকদার ঝন্টু। দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার ও জগন্নাথপুর উপজেলা কমিউনিটি নেতা শশী কান্ত গোপ এর পরিচালনায় বক্তব্য দেন,
জগন্নাথপুর উপজেলা পুজা উদযাপন সাংগঠনিক সম্পাদক অমিত কান্তি দে,বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র কুমার দে,এডভোকেট গৌরাঙ্গ চন্দ্র দে,এডভোকেট রাধা কান্ত দেবনাথ, মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য,অধ্যাপক বিজিত বৈদ্য, পৌর পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক হীরা মোহন দে,দক্ষিন সুনামগঞ্জ উপজেলা কমিউনিটি নেতা সুরঞ্জিত চৌধুরী টুম্পা, কলকলিয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি জিতেন্দ্র দেবনাথ,সাধারন সম্পাদক দ্বিকক কান্তি দে দিপাল,পাটলী ইউনিয়ন কমিউনিটি নেতা রঞ্জু দাশ,মীরপুর ইউনিয়ন নেতা শিক্ষক লিটন পাল,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন কমিউনিটি নেতা শিক্ষক অধির দাস,রানীগঞ্জ ইউনিয়ন কমিউনিটি নেতা শিক্ষক নিশী কান্ত রায়,সম্পদ কান্তি দাশ, আশারকান্দি ইউনিয়ন নেতা বকুল চন্দ্র দাশ,পাইলগাও ইউনিয়ন নেতা রামকৃষ্ণ সরকার। সভায় উপস্হিত ছিলেন,জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপদেষ্টা বিনয় ভূষন বনিক, সভাপতি প্রনয় সূত্রধর, সাধারন সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু,পুজা উদযাপন পরিষদ সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী,শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারন সম্পাদক বিভাস দে,মহা শশ্মানঘাট উন্নয়ন কমিটির সভাপতি কাজল বনিক প্রমুখ সভায় হিন্দু কমিউনিটি নেতারা মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।