বিনোদন ডেস্ক::
মধুকণ্ঠী গায়িকা ন্যানসি। তার কণ্ঠে শ্রোতারা মেতে উঠেন সুর আর তালে। হাবিব ওয়াহিদের সুর-সংগীতে চলচ্চিত্রের গানে ন্যানসি পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। ‘প্রজাপতি’ চলচ্চিত্রের জন্য ২০১১ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
আজ বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর তার জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটিতে ন্যানসি সিক্ত হচ্ছে ভক্ত-শ্রোতাদের শুভেচ্ছায়। বুধবার দিবাগত রাত ১২টার পর থেকেই শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি।
নিজের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানান এই গায়িকা। ময়মনসিংহে স্বামী ও দুই কন্যাসহ পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবেই কাটছে দিন। রাতে কেটেছেন কেক।
জন্মদিনে প্রিয় মানুষদের শুভেচ্ছাকেই সেরা উপহার বলে মানছেন ন্যানসি। তবে স্বামী নাজিমুজ্জামান জায়েদের কাছ থেকে পেয়েছেন দারুণ এক সারপ্রাইজ। তাতে রীতিমত চমকে গেছেন তিনি। ন্যানসি জানালেন, জন্মদিন উপলক্ষে তাকে ৫ শতাংশ জমি উপহার দিয়েছেন তার স্বামী। ময়মনসিংহ সদরে এই জমিটি নিজের জন্য কিনেছিলেন ন্যানসির স্বামী জায়েদ। এটি ছিলো জায়েদের নিজের কেনা প্রথম জমি।
ন্যানসি বলেন, ‘দাম্পত্য জীবনটা বিশ্বাস আর সম্প্রীতিতে ভরিয়ে রাখতে হয়। সে জায়গায় আমার স্বামী খুবই সচেতন ও যত্নশীল। জন্মদিনে স্বামীরা অনেক রকম উপহারই বউদের দিয়ে থাকেন। কিন্তু স্ত্রী-সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে জমি উপহার দেয়ার ব্যাপারটি আমার দারুণ লেগেছে।’
সুখের এই দাম্পত্য যেন চিরকাল অটুট থাকে সেজন্য দোয়া চেয়েছেন ন্যানসি।
প্রসঙ্গত, ২০০৬ সালে হৃদয়ের কথা ছবির গানে কণ্ঠ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় ন্যানসির। একই বছরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও অভিষেক হয় তাঁর। পরের বছরে ২০০৮ সালে আকাশ ছোঁয়া ভালোবাসা ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন ন্যানসি।
এই বছর ‘আমার আছে জল’ এবং ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রের গানেও কণ্ঠ দেন। ২০০৯ সালে সংগীতা থেকে বের হয় ন্যান্সির প্রথম একক অ্যালবাম ভালোবাসা অধরা। এছাড়া ‘থার্ড পারসন সিঙ্গুলার’ নাম্বার চলচ্চিত্রে হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় তার সাথে দ্বৈত কণ্ঠে ‘ভিতর বলে দূরে থাকুক’ কথায় ‘দ্বিধা’ শিরোনামের গানটি শ্রোতাপ্রিয়তা লাভ করে। এখনো নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।
ব্যাক্তি জীবনে ন্যানসি রোদেলা ও নায়লা নামে দুই কন্যার জননী।