স্পোর্টস ডেস্ক::
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে ওয়ানডে ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। মিরপুরে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচে দুই দলের একটি করে জয়-পরাজয়ে সিরিজের এখন ১-১ সমতা। আগামীকাল সিলেট সিরিজের অঘোষিত ফাইনাল খেলতে নামবে দুই দল।
এই সিরিজেই সিলেট স্টেডিয়াম থেকে প্রথমবারের মতো ট্রফি উঠবে কোনো দলের হাতে। সিরিজ জয়ের স্বপ্নচোখে বুধবার মাশরাফি মুর্তজার নেতৃত্বে সিলেটে পৌঁছেছে বাংলাদেশ দল। একই বিমানে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলও। বিমানবন্দর থেকে ক্রিকেটাররা চলে যান হোটেলে। আজ অনুশীলন করবে দুই দলের ক্রিকেটাররা।
টি ২০ ও টেস্ট ম্যাচের পর ওয়ানডে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পূর্ণতা পাচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়াম। তবে সিলেটের মাঠ বাংলাদেশের জন্য এখনও পয়মন্ত নয়। এখানে বাংলাদেশ দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। জয় পায়নি একটিতেও। এই স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে একটি টি ২০ ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ।
দুই ম্যাচেই পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। তবে আশার কথা দেশের ওয়ানডে ইতিহাসের সফল অধিনায়ক মাশরাফির নেতৃত্বে সিলেটে প্রথম ওয়ানডে খেলতে নামবে টাইগাররা। এই ম্যাচটি আবার হতে পারে দেশের মাটিতে অধিনায়কের শেষ ম্যাচ। সব মিলিয়ে জয়ের প্রত্যয় থাকবে ক্রিকেটারদের মধ্যে। এক জয়ে তিনটি অর্জনের হাতছানি।
প্রথমতো সিরিজ জয় নিশ্চিত হবে। দেশের মাটিতে সম্ভাব্য শেষ ম্যাচে মাশরাফিকে জয় দিয়ে বিদায় জানাতে পারবে সতীর্থরা এবং প্রথমবারের মতো জয় দিয়ে রাঙাবে সিলেটের অভিষেক ম্যাচটি। ঘুচবে টি ২০ ও টেস্টে না জেতার আক্ষেপ।
এ ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রিকেটানুরাগীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ স্থানীয় প্রশাসন সফলভাবে ম্যাচ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নগরীর বেশক’টি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।