বিনোদন ডেস্ক
মাঝে অনেকটা সময় ছিলেন বিরতিতে। বিশ্রাম নিয়েছেন, সংসার ও সন্তানকে সময় দিয়েছেন। সেসব কাটিয়ে আবারও ফিরছেন অভিনয়ে। শিগগিরই দাঁড়াবেন ক্যামেরার সামনে। বলছি বলিউড তারকা রানি মুখার্জির কথা।
বি-টাউনের নতুন খবর, সিক্যুয়েল নির্মিত হবে ‘মারদানি’ ছবিটির। সেখানে আবারও ক্রাইম ব্রাঞ্চের ডেয়ারডেভিল সিনিয়র পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের চরিত্রে দেখা যাবে রানীকে৷ অপরাধীদের শায়েস্তা করবেন তিনি।
২০১৪ সালে ‘মারদানি’ ছবির মাধ্যমে বলিউডি কামব্যাক করেছিলেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। সেই কামব্যাক ছিলো সফল। প্রশংসিত হয়েছিলেন রানী। তার বন্ধু শাহরুখ-সালমানরাও মেতেছিলেন রানীর অভিনয় বন্দনায়।
সেই উৎসাহ নিয়ে আবারও পুলিশ চরিত্রে নামছেন তিনি। জানা গেল, এবারের চরিত্রটি আগের থেকে বেশি চ্যালেঞ্জিং৷ এবারের গল্পটিও আগের চেয়ে বেশি টানটান উত্তেজনার। ভিলেনের চরিত্রটিকে যতটা নেগেটিভ দেখানো সম্ভব ততটাই দেখানো হয়েছে। তার ভয়ডর বলে কিছু নেই। কাউকে ক্ষমা করে না। একই রকম নিষ্ঠুর দেখা যাবে রানীকে।
মর্দানি টু’তে ভিলেনের চরিত্রে কাকে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। মর্দানির ছবিতে শিবানীর পাশাপাশি ভিলেনের চরিত্রটি সমান গুরুত্বপূর্ণ। তাই খুব ভালো অভিনয় জানা কোনো নতুন মুখ খুঁজছেন ছবির প্রোডিউসাররা।
২০১৯ এ মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ‘মর্দানি টু’। আগের ছবিটি পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। এবার দায়িত্ব পেয়েছেন গোপী পুথরন। যিনি ‘মর্দানি’ সিরিজের প্রথম ছবির লেখক ছিলেন। ছবিটির প্রযোজনায় আছে রানীর স্বামী আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।