স্টাফ রিপোর্টার :: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যাগে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ সোমবার সকল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজম কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুদন ধর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।
সভায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী খায়রুন বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে কল্পনা বেগম, সফল জননী নারী হিসেবে বিন্দু রানী ধর, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী জাহানারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সে ক্যাটাগরিতে ফারজানা আক্তার কে সংবর্ধনা প্রদান করা হয়।