মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে দুু’পক্ষের সংঘর্ষে আহত ৫০-পুলিশের ফাকা গুলি, ৬ জন আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪৭ বার

স্টাফ রিপোর্টার,এন এ নাহিদ:: দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নে বীরগাঁও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দক্ষিণ হাটির প্রাক্তন মেম্বার সিরাজুল ইসলাম ও নয়াহাটির করিমুল হকের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন লোক আহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টায় খেতাশাহ্’র মাজার সংলগ্ন মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি করেছে। পরে অভিযান চালিয়ে উভয় পক্ষের ৬ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার সকালে বীরগাঁও বাজারে করিমুল হকের পক্ষের লোক মমিনুল হকের ছেলে রিয়াদ মিয়া পাওনা টাকা চায় সিরাজুল ইসলামের পক্ষের লোক চমক আলীর ছেলে হামিদ আলীর কাছে। এ নিয়ে দু’পক্ষের হয়ে কথা কাটাকাটি করেন করিমুল হক ও হাবিবুর রহমান কালু মিয়া। কথাকাটির এক পর্যায়ে অবস্থা উত্তপ্ত একপক্ষ আরেক পক্ষের উপর হামলা করে। পরে বাজারের মানুষ উভয় পক্ষকেই শান্ত করেন। একই জেরে দুপুর দেড়টায় খেতাশাহ্ সংলগ্ন মাঠে দু’পক্ষই দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে দুই পক্ষেরই কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে যেসব আহতদের নাম পাওয়া গেছে তারা হলেন করিমুল হকের পক্ষে আবদুস সোবহানের ছেলে তৈয়বুল হক (৪০), মৃত এমরান উল্লার ছেলে আলী হোসেন (৪০), আবদুল আলেকের ছেলে মাকবুর রহমান (৩৫), আব্দুল খালেকের ছেলে বদরুল (৪০), মোবেল মিয়ার ছেলে নৌশাদ উল্লাহ (৩৫), আবদুল করিমের ছেলে জাহাঙ্গীর বাদশা (৪৫), জালাল উদ্দিনের ছেলে শামীম মিয়া, জিহাদুল, নূরুজ্জামান আহত হন। অপরদিকে প্রাক্তন মেম্বার সিরাজুল হকের পক্ষে আহতরা হলেন আবদুল গফুরের ছেলে হারুন মিয়া (৪৫), তাওয়াবুর রহমানের ছেলে জংগীর হোসেন (২৫), রাহুল মিয়া (৩০), তখন উল্লার ছেলে রূপায়েল (৩০), রাইমুদ্দিন (৩৫), আলতাব উদ্দিনের ছেলে কালাই মিয়া (৩০), জুসেন মিয়া (৩৮), নূর কাইয়ূমের ছেলে রুমান (২৫), মৃত গুলন মিয়ার ছেলে কমর উদ্দিন (৩৫), আলেক উদ্দিনের ছেলে কূহিনুর (৫০), মিন্টু মিয়া (৩৫), মিজানুর রহমানের ছেলে সাদিকুর রহমান বাচন (৩৪), শারকুল মিয়ার ছেলে সালেহ্ আহমদ (২৫), আবদুল গৌছের ছেলে মাছুম মিয়া (২৭) ও এবাদ উদ্দিনের ছেলে ফারেক আহমদ (৪৫) আহত হন।

করিমুল হকের পক্ষে ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান দিদারুল হক বলেন-‘কথাকাটাকাটির জেড় ধরে তারা আমাদের বাজারের রাইস মিলে হামলা করেছে। বাড়িতে এসেও আমাদের উপর হামলা করেছে। আমরা শুধু রুখে দেওয়ার চেষ্টা করেছি।
অপরপক্ষের প্রাক্তন মেম্বার সিরাজুল হক বলেন- ‘আমাদের উপর তারা হামলা করেছে। তারা আক্রমণ করার পর আমরা সংঘর্ষে জড়িয়েছি।’

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। মধ্যযুগীয় কায়দায় এই মুখোমুখী সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েছি। এখন অভিযান চলছে। এপর্যন্ত ৬ জনকে আটক করেছি। অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ