সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৪২৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক :: সুুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে প্রতিদ্ধন্দিতার জন্য দেয়া মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে। রবিবার বিকেলে যাচাই বাছাই শেষে ১০ জনের মনোনয়ন প্রাথমিক ভাবে বাতিলের ঘোষণা দেন জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ।
জেলার ৫টি আসন থেকে মোট ৫২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে ছিলেন। তার মধ্যে ১০জন প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করে নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির ৪ প্রার্থী।
যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা হলেন- সুনামগঞ্জ-১ একেএম ওহিদুল ইসলাম কবির (জাসদ) আমান উল্লাহ আমান (জাকের পার্টি), কামরুজ্জামান কামরুল (বিএনপি), সুনামগঞ্জ-২ আসনে রুহুল আমিন (জাপা), সুনামগঞ্জ-৩ আসনে রফিকুল ইসলাম খসরু (স্বতন্ত্র), আব্দুছ সাত্তার (বিএনপি), আশরাফুল হক সুমন (বিএনপি), সৈয়দ শাহ মুবশ্বির আলী (বাংলাদেশ মুসলিম লীগ), সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির হেভীওয়েট প্রার্থী সদ্য পদত্যাগ করা সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের মনোনয়ন বাতিল হয়েছে ঋণ খেলাপি হওয়ার জন্য, রাজু আহমদ (স্বতন্ত্র)।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ, মনোনয়ন ফরমে ত্রুটি ও কেউ কেউ ঋণ খেলাপি হওয়ায় আইন অনুযায়ী তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। যে সকল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আবার নিময় অনুয়াযী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

সূত্র: সিলেটভিউ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ