স্টাফ রিপোর্টার, এন.এ নাহিদ:: দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ইউ.কে ক্রিকেট ক্লাব’র আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ২.৩০ ঘটিকায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আরাফাত আলী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের পরিচালক মাহমুদুর রহমান লালন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম এ তাহিদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. কিবরিয়া, সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, ক্রীড়াব্যক্তিত্ব আসিফ ইকবাল ফয়সল, রিপন দেবনাথ, গণমাধ্যমকর্মী এন.এ নাহিদ, গণমাধ্যমকর্মী আলাল হোসেন, আলমগীর হোসেন, বদরুল ইসলাম, শাহীন রহমান, বাবলু, স্বপন মিয়া ও জাকার মিয়া প্রমুখ।