স্টাফ রিপোর্টার :: আল-হেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বড়মোহা দক্ষিণ সুনামগঞ্জের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা বড়মোহা মাদ্রাসা মাঠে সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্ররা হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে আল-হেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-নোমানের সার্বিক তত্বাবধানে, আযাদ দ্বীনী এদারায়ে বাংলাদেশের মহা সচিব প্রিন্সিপাল মাওলানা শায়খ আব্দুল বছির, দারুল উলুম বড়মোহা মাদ্রাসার মুহতামিম ও বড়মোহা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফার যৌথ সভাপতিত্বে, সিলেটের খ্যাতিমান আবৃতিকার ও উপস্থাপক আলী হুসাইন ও সুনামগঞ্জের খ্যাতিমান আবৃতিকার ও উপস্থাপক দিলওয়ার হুসাইন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে কুরআন হাদীসের আলোকে বয়ান পেশ করেন দারুল উলুম দরগাহপুর মাদ্রসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে বয়ান পেশ করেন সিলেট জামেয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দিরাই জামেয়া হুসানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জামেয়া দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা এহতেশাম ক্বাসিমী, শিক্ষা সচিব এম বেলাল আহমদ চৌধুরী।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ক্যাম্ব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী, ভাটি বাংলা এ্যাগ্রো পার্ক এর পরিচালক কবি আজমল আহমদ, সুনামগঞ্জ পি জি ফাউন্ডেশন এর চেয়ারম্যান পীরজাদা সৈয়দ তালহা আলম, মিডিয়া ব্যক্তিত্ব দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক প্রমুখ।
প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের প্রতিযোগিতা শেষে (ক)
গ্র“প ও (খ) গ্র“পে ১ম পুরুষ্কার স্বর্ণপদক, ২য় পুরুষ্কার রৌপ্যপদক,
৩য় পুরুষ্কার ব্রোঞ্জপদ ও উভয় গ্র“পের টপ ১০জনকে পুরুষ্কার প্রদান করেন অতিথিবৃন্দরা।