মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

পছন্দের পজিশন পাওয়ায় নিজেকে ভাগ্যবান ভাবছেন মিঠুন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ২৫০ বার

স্পোর্টস ডেস্ক::
অভিজ্ঞ হয়েই জাতীয় দলে এসেছেন মোহাম্মদ মিঠুন। দীর্ঘদিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলার কারণে তার ব্যাটিংটা মনে হচ্ছে অনেকটাই পরিণত। ক্যারিয়ারের প্রথম টেস্টেই যেমন হাফসেঞ্চুরি হাঁকিয়ে আগমনী জানান দিয়েছেন।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তেমন ভালো করতে পারেননি মিঠুন। দুই ইনিংসে সেট হতে হতে আউট হয়েছেন ১৭ আর ২ রানে। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান তবু নিজেকে ভাগ্যবানই মনে করছেন, টেস্ট ক্যারিয়ারের শুরুতেই যে নিজের পছন্দের পজিশনটা পেয়ে গেছেন।
এমনিতে ঘরোয়া লিগে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলে অভ্যস্ত মিঠুন। দুই টেস্টের ক্যারিয়ারে চার ইনিংসেই ব্যাট করার সুযোগ পেয়েছেন চার নাম্বারে। এটাকে বড় পাওয়াই মনে করছেন তিনি।
ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘খুব ভালো একটা জায়গায় আমার সুযোগ হচ্ছে। এটা অবশ্যই আমার জন্য বড় পাওয়া যে আমি একটা ভালো জায়গায় ব্যাটিং করছি। দেখেন জায়গাটা পাকা করতে হলে অবশ্যই পারফরমেন্স দিয়ে পাকা করতে হবে। আমি চেষ্টা করছি দিনকে দিন উন্নতি করার। নিজের সেরাটা চেষ্টা করছি। তারপরও সব ইনিংসে তো সফল হওয়া সম্ভব না। অনেক সময় কন্ডিশনের জন্য, অনেক সময় নিজে ভুল করি। এর মধ্যে থেকে বেরিয়ে আসার করার চেষ্টা করছি। আমি আমার চেষ্টাটা করে যাব।’
মিঠুন আরও যোগ করেন, ‘অবশ্যই আপনি যখন নিজের ফেভারিট পজিশনে ব্যাট করবেন তখন একটা অ্যাডভানটেজ থাকে। অনেক দিন যেই জায়গায় ব্যাট করে অভ্যস্ত, সেই জায়গায় ব্যাট করলে জিনিসটা নতুন মনে হয় না। অন্য জায়গায় ব্যাট করলে জায়গাটা অপরিচিত মনে হবে। এখন ওইরকম না। আমি যেখানে ব্যাট করে অভ্যস্ত, সে জায়গায় ব্যাটিং পাচ্ছি। নতুন কিছু মনে হয় না। আমি আগেও খেলেছি, আর জায়গাটা আমি অনেক উপভোগ করি।’
চট্টগ্রাম টেস্টে তেমন ভালো করতে পারেননি, একটু কি হতাশ? মিঠুনের উত্তর, ‘কন্ডিশনের উপর অনেক কিছু নির্ভর করে। অবশ্যই যেটা আশা করেছিলাম সেটা তো পুরো নয়। সামনে আরেকটা টেস্ট আছে। সুযোগ হবে ওইখানে ভালো করার চেষ্টা করব।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ