দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে আরও আগেই। সোমবার থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে বিএনপি। দুপুর ২টার পর দলের গুলশান কার্যালয় থেকে মনোনয়নের এ চূড়ান্ত টিকিট দেয়া শুরু হয়েছে।
সুনামগঞ্জ-৩ আসনে ২০-দলীয় জোট (সম্প্রসারিত ২৩ দল); মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহীনূর পাশাৈ চৌধুরী। তিনি আজই সুনামগঞ্জের এর উদ্দেশে রওনা দিয়েছেন।
সোমবার (২৬ নভেম্বর) বিকেল বিকেলে তারঁ মোননয়ন পাওয়ার বিষয়টি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিংবা পেতে চলেছেন এমন একটি তালিকা নির্ভরযোগ্য সূত্রে ও জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ,কাসেমী) মহাসচিব এর ঘনিষ্ট সুত্রে পাওয়া গেছে।
এব্যাপারে শাহীনূর পাশা চৌধুরী বলেন- বিএনপি থেকে আমি মনোনয়ন পেয়েছি। আমি ২০০১ সালের পর থেকে আমি লাগাতার মাঠে কাজ করে যাচ্ছি। কখনো দমে যাইনি। বিশেষ করে ইসলামী মূল্যবোধকে কেন্দ্র আমার ধারাবাহিক কার্যক্রম জনগণের সামনেই আছে। সে তুলনায় আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী অন্তত আমার আসনে নেই। তাই দল আমাকেই মনোনয়ন চুড়ান্ত করেছে। আমার আসন থেকে ধানের বিজয় নিশ্চিত বলে আমি মনে করি।