মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ১৮৯ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
জেলার জামালগঞ্জ উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪নভেম্বর) দিনব্যাপী সাচনা বাজার জগন্নাথ জিউর আখড়ায় জামালগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই সম্মেলনের আয়োজন করে। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত এবং সোনালী সংঘ শিল্পীদের দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়। পরে শুরুহয় আলোচনা সভা। এসময় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক পুর্ণেন্দু ঘোষ চৌধুরী।
উপজেলা ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব সজীব বনিক। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সিলেট বিভাগীয় সমন্বয়ক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। পাশাপাশি মুখ্য আলোচকের বক্তব্য রাখেন পরিষদ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতিম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা দেবব্রত দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ পদ দাস, ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক অনুপ কুমার ধর,
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, সাচনা জগন্নাথ জিউর মন্দির কমিটির সভাপতি মানিক লাল রায়। এছাড়াও স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘কোন রাজনৈতিক দল বা জোট আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে এমন কাউকে মনোনয়ন দেবেন না যারা অতীত বা বর্তমানে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে কিংবা রাজনৈতিক নেতৃত্বে থেকে সংখ্যালঘু নির্যাতনকারী স্বার্থবিরোধি কোন প্রকার কর্মকান্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত ছিলেন বা আছেন, এমন কাউকে নির্বাচনে প্রার্থী দেওয়া হলে সংখ্যালঘু জনগোষ্ঠী সেসব নির্বাচনী এলাকায় তাদের ভোটদানের বিরত থাকবে বা ভোট বর্জন করবে।
আলোচনা শেষে পুর্ণেন্দু ঘোষ চৌধুরীকে সভাপতি ও অঞ্জন পুরকায়স্থকে সাধারণ সম্পাদক এবং সজীব বনিককে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে ৭ দিনের মধ্যে সংগঠনটির জামালগঞ্জ উপজেলার পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ