দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের লেভেল-১ সেমিস্টার-১ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
এ বছর ৩৯৩ টি আসনের বিপরীতে মোট ৮ হাজার ৭ শত ৩৯ জন পরীক্ষার্থী আবেদন করেছিলো। এর মধ্যে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে ৩৯৩ জনের মেধা তালিকা, ৩২ জনের সংরক্ষিত আসনের মেধা তালিকা, ৭৯৮ জনের অপেক্ষমান তালিকা ও ৬৪ জনের সংরক্ষিত আসনের অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে।
মেধা তালিকা ও অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদেরকে ২৬ হতে ২৯ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে (www.sau.ac.bd) ওয়েবসাইটে অনুষদের পছন্দক্রম উল্লেখ করতে হবে। মেধা তালিকা হতে আগামী ৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন হওয়ার পর অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে মেধাক্রম অনুসারে অনুষদের পছন্দক্রম, সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি আগামী ৯ ডিসেম্বর ২০১৮, রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সম্পন্ন করা হবে।